মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের দারিদ্রমুক্ত, বেকারত্বহীন ও পরিবেশ বান্ধব তিন শূন্যের পৃথবীর গড়ার স্বপ্নে আগামী দিনের বাংলাদেশ শিক্ষার্থীদের কাছে তুলে ধরার ধারাবাহিক প্রক্রিয়ায় অংশ হিসেবে সন্দ্বীপের কলেজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কলেজে ইন্টারমেডিয়েট ক্লাসে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সেমিনার ২ অক্টোবর বুধবার বেলা ১২ টা এ সেমিনার এর আয়োজন করে সরকারী হাজী আবদুল বাতেন কলেজ।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন সভাপতি ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সন্দ্বীপ সন্তান ড. ফয়সল ইসলাম চৌধুরী। তিনি বিজ্ঞান মনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের আহ্বান জানা তাঁর এসিএস বা এমেরিকান ক্যামিকেল সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার এর পক্ষ হতে।
সাউথ সন্দ্বীপ কলেজ, মুস্তাফিজুর রহমান কলেজ ও সরকারি হাজী এবি কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন এম আর কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ শাহিন, সাউথ সন্দ্বীপ কলেজের গণিতের প্রভাষক আবু সাঈদ মিশু ও এবি কলেজের রসায়নের প্রভাষক সাহেদ।
থ্রি জিরো ক্লাব কী, কেন ও কিভাবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া যাবে তার বিশদ আলোচনা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত বক্তারা।