নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন স্থাপনাসহ রেল লাইন বৃদ্ধি করণ প্রক্রিয়ায় জমি অধিগ্রহণের জটিলতার কারণে ৭২ ঘন্টা নির্মান কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার ০৭ সেপ্টেম্বর চিলাহাটি রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন স্থাপনা সহ রেল লাইন বৃদ্ধি করণ প্রক্রিয়ায় রেল লাইন সংলগ্ন এলাকায় বেশ কিছু জমি রেলকর্তৃপক্ষ অধিগ্রহণ করে যাহার সঠিক সিমানা নির্ধারণ নিয়ে মালিক পক্ষের দীর্ঘদিনের অনেক আপত্তি রয়েছে, এরই ধারাবাহিকতায় রেলওয়ে কর্তৃপক্ষ ও মালিক পক্ষ সরেজমিনে বেশ কয়েকবার মাপ যোগ দিয়েও সঠিক সিদ্ধান্তে আসতে পারেন নাই। এদিকে মালিক পক্ষ বলছে যে পর্যন্ত রেল কতৃপক্ষ সিমানা পিলার বসিয়েছে তা অন্যায়ভাবে প্রকল্প পরিচালক আব্দুর রহিম আমাদেরকে পুলিশী হুমকি ও মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক সিমানা পিলার বসিয়েছে এবং পরবর্তীতে আমরা কাগজ পত্র সংগ্রহ করে দেখি আদৌও রেল কতৃপক্ষের কাছে পূর্বে অধিগ্রহণের কোন কাগজপত্র নেই ।
পূর্ব সুত্র ধরে আবারও গত ৭ই সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের বেশ কিছু কর্মকর্তা নিরাপত্তা বাহিনী ও জিআরপির বেশ কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইন্টারন্যাশনাল ও ক্যাসেল ইন্টারন্যাশনাল কোম্পানির অসংখ্য লোকবল দিয়ে জোড় পূর্বক সিমানা প্রাচির নির্মানের চেষ্টা চালায়।
এসময় মালিক পক্ষের প্রতিবাদের মুখে রেল কতৃপক্ষ সঠিক কোন কাগজপত্র দেখাতে না পেরে ও মালিক পক্ষের আনিত মামলার কারণে উভয় পক্ষ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী তিন দিনের জন্য নির্মাণ কাজ বন্দ রাখার সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি পরবর্তীতে উভয় পক্ষের কাগজ দেখে সিদ্ধান্ত নেয়া হবে বলে উভয় পক্ষ উপস্থিত সকলের সামনে এই অঙ্গিকার ঘোষণা করেন।