নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ই জুলাই) বিকালে ডোমার প্রেসক্লাব হলরুমে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি, ডোমার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজা, ডোমার উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, রোজিনা বেগম, সেতু, রুমি, মশিউর রহমান, শাহনাজ পাভেল, নাইম ইসলাম, সামিউল, সুমন ইসলাম প্রমুখ সহ জাতীয় পার্টি ও সহযোগী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে, পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।