নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আফেলা বেগম (৩৮) নামের এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শহরের ইপিজেড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আফেলা সদরের চওড়া সরঞ্জাবাড়ি এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী ও উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি লিমিটেডে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আফেলা বেগম কাজ শেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময়ে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফেলা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।