নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ ব্রেক বোলার রিশাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আজ সোমবার দুপুরে টিটিসি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় রিশাদ হোসেনকে এই সংবর্ধনা দেয়।
সংবর্ধনা গ্রহণ শেষে টিটিসিতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে রিশাদ বলেন, শুধু যে পড়াশোনা করেই সফল হওয়া যায়, তা কিন্তু নয়, বাংলাদেশে এখন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে মেধা শ্রম আর লেগে থাকলে সফল হওয়া যায়, আলোকিত মানুষ হওয়া এমনকি তারকা হওয়া যায়। এ জন্য কঠোর পরিশ্রম করতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে।
রিশাদ বলেন, নীলফামারী টিটিসি একটি বড় ক্ষেত্র। এখানে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব। বিদেশে দক্ষ জনশক্তির মূল্য রয়েছে।
টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান বলেন, ‘রিশাদ হোসেন শুধু নীলফামারীর গর্ব নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি একজন তারকা, আমাদের গর্ব। তাঁকে দেখে অনুপ্রাণিত হবে তরুণ প্রজন্ম। টিটিসিতে এসে রিশাদ হোসেন শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। রিশাদ হোসেন বলেন কষ্ট কোন দিন বেফলে যায় না সফল করে এগিয়ে নিয়ে যায়।