শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :

ডোমারে প্রানীসম্পদ মেলার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধিঃ, মোঃ গোলাম রব্বানী:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ Time View

প্রানী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা চত্তর মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে এই মেলার শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এদেশে একটা মানুষও এখন না খেয়ে থাকে না।’

আলোচনা সভা শেষে তিনি প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পশু-পাখি ও গো-খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

উক্ত সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন খামারীদের মোট ৩৬টি স্টল মেলায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102