নীলফামারী প্রতিনিধিঃ
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ২১জন মনোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাকিব আহসান প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার, প্রভাষক মদন মোহন সিংহ ও মো. এহছানুল হক মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপধ্যায়, রাশেদুজ্জামান, মো. জামাল উদ্দিন আহম্মেদ জামান মো. মাছুম বিল্লাহ, মো. রোকনুজ্জামান, মো. মতিয়ার রহমান, রনজিৎ কুমার রায় ও এ,টি,এম মিরাজুল কবীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাইলী বানু, শিল্পী আক্তার বানু, শ্রী সন্ধ্যা রানী, মোছা. ফেরদৌসি বেগম ও নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলম জানান, গত ২১মার্চ ঘোষিত তফসিলের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ ১৫ এপ্রিল। আগামী ১৭এপ্রিল যাচাই বাছাই ও ২২এপ্রিল প্রত্যাহারের শেষ দিন এবং ২৩এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।