নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
ফিলিস্তিনি গাজায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল এবং ডিমলা উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেছে। পরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় সমাবেশে বক্তব্য দেন- নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সেলিম ইসলাম সাগর. ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য রোমিও ইসলাম, তারিফ হোসেন, রফিজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে। যাদের অধিকাংশই শিশু এবং নারী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত এ হত্যা বন্ধের দাবি করছি।
সমাবেশে বক্তারা আরও বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক,তারা শুধু নীরব দর্শক, আমরা এর তীব্র নিন্দা জানাই।