শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বিশ্ব নবীকে কটুক্তি প্রতিবাদে নীলফামারীতে সর্বস্তরের মুসলিমের বিক্ষোভ মিছিল

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:

ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনগণের ব্যানারে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল হয়।মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাটারমোড় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ আব্দুর হক, ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম,শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, পৌরসভার জামায়াতের সেক্রেটারী মো. সোহেল রানা, ডোমার রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী সহ আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা – ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজ কর্তৃক সেসব কটুক্তির সমর্থনের প্রতিবাদ সহ বিচার দাবি করেন ‌। এসময় বক্তারা রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানোর দাবি জানায় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102