বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
সোমবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ১৭ সেপ্টেম্বর বেরোবি শাখার সভাপতি হিসেবে মো:হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আ.স.ম নাহিদকে মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সেঁজুতি দাস মুমু, যুগ্ম-সাধারণ সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন কুমার রায়, দপ্তর সম্পাদক মো:আল-আমিন মিয়া, উপদপ্তর সম্পাদক মোহনা আক্তার মায়া, অর্থ সম্পাদক মো:জোবাইদুল ইসলাম জোবায়ের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনিকা তাসকিন,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম, প্রচার সম্পাদক কনক বরণ ত্রিপুরা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন জামান সোহাগ, সম্পাদকীয় পর্ষদ সদস্য রুশাইদ আহমেদ,মো:মারুফ হোসেন কার্যনির্বাহী সদস্য ,মো:ঈরশিদ জাহান সামস্, শ্রাবণ রায়।
তরুণ কলাম লেখক ফোরামের বেরোবি শাখার সভাপতি মো:হেলাল মিয়া বলেন, ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আশা করি সবাই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।