নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র ২২ বছর পদার্পন উপলক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে জেলার ডোমার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়েছে।
নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- অনুষ্ঠানের প্রধান অথিতি ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ভাইস চেয়ারম্যান দিলিপ কুমার মুখোপাধ্যায়, নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনার শুরুতে এনটিভি নীলফামারী জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভার পরে কেক কাটা হয়। শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।