নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী
নীলফামারী জলঢাকায় প্রতিপক্ষের মারপিটে আহত আলিফ ফয়সাল (৩৪) নামের এক বালু ব্যবসায়ী মারা গেছেন।নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপাল হাজীপাড়া ময়দান মাঠ সংলগ্ন দেওনাই নদী এলাকায় তাকে মারপিট করা হয়।
এদিকে এ ঘটনায় সাত জনকে আসামি করে বুধবার জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেছেন আলিফ ফয়সালের বাবা আব্দুস সালাম।আসামীরা হচ্ছে- ধর্মপাল হাজীপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মামুন ইসলাম, লুৎফরের স্ত্রী মনোয়ারা, মাহাতাব উদ্দিনের ছেলে মমিনুর ও তার দুই ছেলে জাহাঙ্গীর ও জিয়ারুল, মমিনুরের স্ত্রী জরিনা বেগম, মামুনের স্ত্রী কহিনুর বেগম।
জানা গেছে, রোববার (০৯ জুন) বিকালে মারপিটের ঘটনা ঘটে। অভিযুক্তদের মারপিটে ঘটনাস্থলে বমি করে ফেলেন ভুক্তভোগী। সেখান থেকে তার স্বজনেরা তাকে দ্রুত হাসপাতালে নেয়।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা তানসনিম জানান, বুকে ব্যাথা নিয়ে একজন রোগী ভর্তি হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রোগীর সমস্যা বেড়ে যাওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।পরিবারের লোকজন জানান, মমিনুর তাদের একটি জমির বালু আলিফের কাছে বিক্রি করেন। সেই জমির বালু তুলতে গেলে বালুর বিক্রির বিষয়টি অস্বীকার করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে আলিফের উপর হামলা করে। এতে বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন আলিফ। আসামিদের একজন জিয়ারুল ইসলাম জানান, এলাকায় একজনকে হত্যা করা হয়েছে। আমাদের পরিবারের কেউ সে সময় ঘটনাস্থলে ছিল না। অথচ এ ঘটনায় আমাদের ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার জানান, এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।