ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় রংপুর বিভাগের ১৯ উপজেলার ৫৭ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
গত ৮ মে সারা দেশের মতো রংপুর বিভাগের ১৯ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে উপজেলা চেয়ারম্যান পদে ১৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জন প্রতিনিধি । নীলফামারী ডোমার উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি,পুরুষ ভাইস চেয়ারম্যান দিলিপ মুখোপাধ্যয়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম।
ডিমলা উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, পুরুষ ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা ছিদ্দিকা।