নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
রবিবার(২১ এপ্রিল) দুপুরে তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিনতে তাহের।এতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো: আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়,এ্যাড.তাসহান লেলিন, মো আমিরুল ইসলাম,মো রাশেদুজ্জামান, বিল্পব কুমার সরকার।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদ ইসলাম সুরুজ, শ্রী ভূবন চন্দ মোহন্ত,মো যাদু মিয়া,মোজাহার হোসেন,সিদ্দিকুর আলম মাহবুবুর রহমান, মো: বরইকতু খুদা,মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী রায়, উপজেলা যুবলীগের সাবেক নের্তী স্বপ্না শান্তা প্রামানিক,উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য পল্লবী রানী রায়, বীনা রানী রায় ও রেহেনা পারভীন।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দানের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন যাচাই বাচাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল,প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহন অনুষ্ঠিত ২১ মে।এ উপজেলা সর্বমোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার।