
মোঃ জাহাঙ্গীর আলম
ফুলবাড়ী (প্রতিনিধি) দিনাজপুর।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা শহরের বুড়াবন্দর এলাকায় পার্বতীপুর সড়কের পার্শে এক জনাকীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে গোপনে প্রতিনিয়ত তৈরি করছে চানাচুর সহ আরো কয়েক প্রকার খাদ্যদ্রব্য, যা উৎপাদন ও বিপনন স্বাস্থ্য অধিদপ্তর কতৃক অনুমোদন ছাড়ায় উৎপাদন ও বিপনন করছেন। ৮ এপ্রিল ফুলবাড়ি উপজেলার কয়েকজন সাংবাদিক ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল ফ্যাক্টরিতে এসে দেখেন, ফ্যাক্টরি কতৃপক্ষ কোনপ্রকার নিয়ম না মেনেই এবং খাদ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের চোখে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সম্পুর্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্যগুলো উৎপাদন বিপনন করছেন। ফ্যাক্টরিতে আরো দেখা যায়, কড়াইতে রাখা তেলগুলো পোড়া মুবিলের মতো কালো ও পোড়া এবং উৎপাদিত খাদ্যদ্রব্য গুলোতে কেমিকেল হতে তৈরি রং মিশ্রণ করা হচ্ছে যা খাইলে মানুষের উদরাময় সহ নিভিন্ন প্রকার জঠিল রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সব বিষয়গুলো প্রতক্ষো করার পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফ্যাক্টরিটিতে সীলগালা করেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ও দুজন কর্মচারীকে আটক করে নিয়ে যান।