
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ ২০২৫ খ্রি. নোয়াগাঁও পশ্চিম সরকারি বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
নোয়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মো. শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপি সহ-সভাপতি অহিদুজজামান লস্কর অপু ,সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল মাহমুদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া, শ্রমিক বিষয়ক সম্পাদক দল আবু বাক্কার
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল আমিন মাষ্টার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ সাক্ষৎ, উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসাইন, উপজেলা তরুন দলের আহবায়ক সাদেকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম ও সদস্য সচিব উজ্জ্বল মুন্সি, উপজেলা জাসাসের আহবায়ক রিপন ঠাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও রবিউল হোসেন , নোয়াগাও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল ও সদস্য সচিব শফিক মৈশান, যুগ্মকালীকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকরাম, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন নোয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতহার হোসেন মৃধা (বকুল)। সভা শেষে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্যও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।