ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা চলাকালে সেখান থেকে চলে আসেন তারা।
এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত হওয়ার প্রতিবাদে তারা অনুষ্ঠান বর্জন করেন। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানার অনুসারী নেতাদের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার দাওয়াতে তিনি এ অনুষ্ঠানে এসেছেন। এটা প্রশাসনের অনুষ্ঠান, উপজেলা বিএনপির কোনো অনুষ্ঠান নয়; অথচ রুমিন ফারহানা অনুষ্ঠানে আসার পর উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে সকল নেতারা এবং অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান থেকে চলে যান।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, রুমিন ফারহানা বাদেও আমাদের সরাইলে তিনজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। অথচ তাদেরকে দাওয়াত করা হয়নি।
এছাড়াও আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধাগণকে দাওয়াত করা হয়নি। তাই উপজেলা প্রশাসনের অনুষ্ঠান আমরা বর্জন করেছি।সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম মিয়া বলেন, এ অনুষ্ঠানে শুধু রুমিন ফারহানাকে কেন দাওয়াত করা হল, আমাদের এখানকার আরও তিনজন কেন্দ্রীয় নেতা রয়েছেন; অথচ তাদেরকে দাওয়াত করা হয়নি। এর প্রতিবাদে উপজেলা বিএনপি সহ অঙ্গ – সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, সবাইকে দাওয়াত দেয়া হয়েছে। সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। উপজেলা বিএনপির অনুষ্ঠান বর্জন প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও বিষয়টি এড়িয়ে যান।