ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংবাদকর্মীদের সংগঠন সরাইল রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
রবিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়, সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা, সহ সভাপতি মোঃ রাকিবুর রহমান, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ইফরান, সদস্য শিফাত ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, নিরাপদ ও দাঙ্গা মুক্ত সরাইল উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এছাড়াও মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ ও বাল্যবিবাহ’সহ সামাজিক নানা বিষয়ে কাজ করে সুন্দর একটি সমাজ সকলকে উপহার দিতে চাই। এক্ষেত্রে তিনি সাংবাদিক’সহ সকল শ্রেণি-পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন।