
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার প্রতাপপুর-শিকারপুর সড়কের বাম পাশ থেকে গত ৫ জুন বুধবার রাত আনুমানিক ১২ টার পরে মোহাম্মদ শামীম রেজা পিতা মৃত কলিম মোড়লের সেচ কার্যে ব্যাবহৃত দুটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
জানাগেছে, প্রতাপপুর চৌরাস্তা থেকে ঋষিপাড়া রোডে শামীম রেজা প্রতিদিনের ন্যায় ৪জুন রাতে আনুমানিক ১২টার দিকে তার জমিতে সেচ কার্যের পাম্প ও বিদ্যুতের খুঁটিতে দুটি ট্রান্সফরমার লাগানো দেখে বাড়িতে যায়।
পর দিন সকাল ৬ টার দিকে জমিতে গিয়ে দেখে ট্রান্সফরমার দুটি বৈদ্যুতিক খুঁটতে নাই বিষয়টি দেখে তিনি বুঝতে পারেন চুরি হয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবেই কেশবপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস কে জানায়।
শামীম রেজার দুটি ট্রান্সফরমারের বিবরণ একটি ১০ কেবিএ যার নাম্বার -১৭৪২৫২০৩ আর একটি ৫ কেবিএ যার নাম্বার -s০০১৬৭৬৬৮।
এবং ওই একই রাতে প্রতাপপুর গ্রামের অশোক কুমার দাস পিতা মৃত গুরুপদ দাস তার দুটি ট্রান্সফরমার চুরি হয়। অশোক কুমারের তথ্য অনুযায়ী সে রাত ১১ টার দিকে জমির বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফর্মার দেখে বাড়ীতে আসে।
অশোক কুমার সকাল ৮ টার সময় জানতে পারে তার ট্রান্সফরমার দুটি চুরি হয়ে গেছে। যার দুটিই ৫ কেবিএ ট্রান্সফর্মার ০০৬০১৯৪ ও ০০৬০১৯৪।
তাৎক্ষণিকভাবে কেশবপুর পল্লী বিদ্যুৎ জনন অফিস কে জানান। এলাকাবাসীর অভিযোগ কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফর হামেশাই চুরি হয়ে যাচ্ছে শেষ কার্যে ব্যবহৃত ট্রান্সফর্মার গুলি যেন দেখার কেউ নেই এমন এমন ভয়াবহতার কবল থেকে বাঁচতে চাই কেশবপুর উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সেচ মালিকেরা।