
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার আর্থিক সহায়তা পেয়েছেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড ব্রহ্মকাটি গ্রামের মৃত শাহাবুদ্দিন বেপারীর প্রতিবন্ধী ছেলে ও স্ত্রী মাজিদা বেগমের হাতে ওই আর্থিক সহায়তা তুলে দেন উক্ত সংস্থার সহ-উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, সভাপতি মাস্টার এস এম ইমতিয়াজ উদ্দীন, পৌর শাখার সভাপতি জুয়েল হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস জাহিদ হাসান।
এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার সহ উপদেষ্টা হামিদ হোসাইন আজাদ জানান ২০২১ সাল থেকে আমরা অসহায় দুস্থ মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।