ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক(২৬)। বুধবার(৫ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার লিংকন মিয়ার পুত্র। পারিবারিকভাবে ২ ভাই ও ১ বোনের মধ্যে আসিফ সবার বড়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। দেশে আসার পর থেকেই মোটর সাইকেল কিনতে চাই আসিফ। অজানা আতংকে মোটর সাইকেল কিনতে তাকে বারণ করে তার পিতা-মাতা। কিন্তু কোনো নিষেধ না শোনে মোটর সাইকেল কিনে দেওয়ার একের পর এক বায়না ধরে আসিফ। এক পর্যায়ে আসিফ মনোক্ষুদ্ধ হয়ে অভিমান করে থাকে। পরিস্থিতি বিবেচনায় ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রায় এক মাস পর মঙ্গলবার(৪ জুন) আদরের বড় সন্তানকে মোটর সাইকেল কিনে দেন তার পিতা-মাতা।
মোটর সাইকেল কিনে দেওয়ার ১দিন পর বুধবার(৫জুন) মোটর সাইকেলে নিয়ে ঘুরতে বের হয় আসিফ। দুপুরের দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আসিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আসিফের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে।