খুদে শিশু সিয়ামের মৌখিক অভিযোগ ও অনুযোগ আমলে নিলেন মান্যবর অফিসার ইনচার্জ, শান্তি ফিরল পরিবারে।
অদ্য ২৮/০৪/২০২৪খ্রিঃ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকার সময় খুদে শিশু সিয়াম(৬), পিতা- জাহাঙ্গীর মিয়া, সাং- প্রাতঃ বাজার, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া থানায় উপস্থিত হয়ে জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম, অফিসার ইনচার্জ, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া এর নিকট তার বাবা ও মায়ের মধ্যে পারিবারিক কলহের কারণে বিরক্ত হয়ে মৌখিক অভিযোগ ও অনুযোগ প্রকাশ করেন। বিষয়টি অফিসার ইনচার্জ গুরুত্ব সহকারে শ্রবন করিয়া সরাইল থানা হতে এসআই(নিঃ) মোঃ জয়নাল আবেদীন, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম’কে শিশু সিয়ামের সাথে তার বাড়ী পাঠায়। এসআই(নিঃ) মোঃ জয়নাল আবেদীন, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম খুদে শিশু সিয়ামের বাড়ীতে উপস্থিত হয়ে তার বাবা জাহাঙ্গীর মিয়া ও মাতার মধ্যে সৃষ্ট হওয়া পারিবারিক কলহ খুদে শিশু সিয়ামের পিতা-মাতার মধ্যে সুন্দরভাবে সমাধান করিয়া পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে।