সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান লস্কর তপু।
চলতি মাসের ১৫ই এপ্রিল মনোনয়ন দাখিল করেন নুরুজ্জামান লস্কর তপু। পরে চলতি মাসের ১৭ ই এপ্রিল তপুর মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করে।পরে বিএনপি জাতীয় স্হায়ী কমিটি থেকে বিবৃতি আসে তারা নির্বাচন করবে এবং নির্বাচন করবে।স্হায়ী কমিটির বিবৃতিতে আরও বলা হয় যারা মনোনয়ন দাখিল করেছে তারা যেন মনোনয়ন প্রত্যাহার করে নেয়।তারই পেক্ষিতে আজকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয় যে নুরুজ্জামান লস্কর তপু নির্বাচন করবে না।
উল্লেখ্য,২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচন নুরুজ্জামান লস্কর তপু অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়।এবছর চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান লস্কর অন্যদের তুলনায় অধিক জনপ্রিয়।এলাকায় তাকে যুবকদের আইডলও বলা হয়।তাই এবছর তার বিজয় প্রায় সুনিশ্চিত ছিল।তার এই ঘোষণায় পর দলীয় নেতা-কর্মীরা অনেক খুশি কারন সে দলকে মূল্যায়ন করেছে।
নাম প্রকায় করতে অনিচ্ছুক একজন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য বলেন,তপু যে দলে প্রতি অনু্গত্য দেখিয়ে যা করেছে তা সত্যিই এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।আশা করি দল তাকে যথাযথ মূল্যয়ন করবে।বর্তমানে এই সময়ে মানুষ দল ছেড়ে নিজের সরকারি পদ গোছাতে ব্যাস্ত ওই সময় নুরুজ্জামান লস্কর তপু সে তার দলের দিক বিবেচনা করে মনোনয়ন প্রত্যাহার করেছে।
সংবাদ সম্মেলন এর সময় শহীদ মিনার প্রাঙ্গনে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর,সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, সরাইল উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান সিদ্দিকি,যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাহার হোসেন মৃধা,সরাইল সদর ইউনিয়নের সভাপতি কাজল মিয়া,কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক মিয়া এছাড়াও দলীয় নেতাকর্মী সহ সাংবাদিক ভাইরা উপস্হিত ছিল।সে সময় শহীদ মিনার প্রাঙ্গন তপু ভাই তপু ভাই স্লোগান মুখরিত হয়ে যায়।