সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নাছরিন সুলতানা’র সভাপতিত্বে,স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম।
ডা. জাহিদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মকসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, কুকুর, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে।স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের ৩৬ টি স্টল বসেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছে।
প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে সরাইল উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।