ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-
নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত প্রতিযোগিতার অংশ হিসাবে আজকে কুন্ডা ইউনিয়নে প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয়।
মোঃ আব্দুল আলী
দৈনিক প্রথম বার্তা নাসিরনগর উপজেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত প্রতিযোগিতার অংশ বিশেষ আজকে ৩নং কুন্ডা ইউনিয়নে কুরআনুল কারীম তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান উদযাপিত হয়। আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।এবং উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন ৩নং কুন্ডা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এডঃ নাসির উদ্দিন ভূইয়া।উক্ত প্রতিযোগিতার সদস্য সচিব হিসাবে উপস্থিত ছিলেন নাসির উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল মিয়া স্যার। আজকের পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত এ অংশ গ্রহন করেন কুন্ডা ইউনিয়নের অন্তরগত সকল
শ্রেনির মুসলিম শিক্ষার্থীগন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সার্টিফিকেট ও পুরুষ্কার তুলে দেন। এবং প্রথমস্থান অর্জনকারীদের বলা হয়েছে শারীরিকভাবে ও মানসিক ভাবে প্রস্তুতি থাকার জন্য আগামী কিছু দিনের মধ্যে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য।