
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে কিস্তির টাকা দিতে না পেরে লাল মিয়া নামের এক রিক্সাচালক আত্মহত্যা করেন।
শনিবার (৩১জানুয়ারি) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, লাল মিয়া বিভিন্ন এনজিও থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন। অটোরিকশা চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে পরিবারের খরচ ও কিস্তির টাকা পরিশোধ করেন। তবে অনেক সময় কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হন। এ নিয়ে মাঝে মাঝে এনজিওর লোকদের সাথে ঝগড়া হয়।
শুক্রবার দুপুরে এনজিও কর্মীরা কিস্তির টাকার জন্য লাল মিয়ার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজনকে শাসিয়ে যায় তারা। লাল মিয়া বিষয়টি বাড়ীতে গিয়ে শুনতে পায়। এ নিয়ে পরিবারের সাথে কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন লাল মিয়া।
একই ঘরের অন্য একটি কক্ষে তার স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোররাতে স্ত্রী ঘুম থেকে জেগে কক্ষে তাকিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলে আছেন লাল মিয়া।
কালিয়াকৈর থানার অপারেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহটি পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে।