
(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও খোলা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে খোলা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে রবীন্দ্রনাথ নামে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।
এ সময় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভবিষ্যতে যেন আর কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের ভ্রাম্যমান অভিযান পর্যায়ক্রমে চলবে।