
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া – ৫ নবীনগর- ২৪৭ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী নাহিদা জাহান (২১/১) বুধবার দুপুরে প্রতীক বরাদ্দের পর তাৎক্ষণিক নবীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। এই সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি নবীনগরের পুত্রবধূ , গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী, আমার মার্কা মাথাল মার্কা। সম্মানিত প্রবাসী ভাইবোন সহ নির্বাচনী এলাকার সকল সম্মানিত ভোটারদের প্রতি আমার বিনীত আহ্বান নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য, কৃষি , শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য মাথাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। নবীনগর নির্বাচনী এলাকায় মাথাল মার্কার প্রচারণায় প্রশাসনের সম অধিকার দাবি জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনী মাঠে প্রচারণায় যেন প্রশাসনের কোন বৈষম্য না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সকলের সহযোগিতা নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত নবীনগর গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন।
নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,দৈনিক প্রথম বার্তা পত্রিকায় নবীনগর উপজেলা প্রতিনিধি সাহেদ আহমেদ সৌরভ,
ডা.মো: বিল্লাল হোসাইনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণসংগতি আন্দোলনের নেতৃবৃন্দ।