
বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় মঞ্চ নাটক “পুতুলের বিয়ে ” মঞ্চায়িত হয়েছে।
১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাতৃভূমি কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক প্রদর্শিত হয়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় সাহানা মনির নির্দেশনায় “পুতুলের বিয়ে”নাটকে অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা,পূর্ণিমা, দেবনাথ,অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন “নাট্যলোক” সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন ।এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল, ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোট বেলার স্মৃতিচারণ।যেখানে কোন জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বিভাজন ছিল না,এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর, নির্দেশক, বাঁশরী এর সমন্বয়কারী জনাব গোলাম সারোয়ার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও “নাট্যলোক” সিরাজগঞ্জ জেলা সভাপতি জনপ্রিয় টিভি অভিনেতা জনাব মমিন বাবু, নাবিক নাট্যদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রসূম থিয়েটারের জনাব সুমন, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব রায়হান নাবী, বেলকুচি সরকারি কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, দেবব্রত প্রামাণিক, মুসা হাসেমী,আদম আলী সহ বিভিন্ন নাট্য প্রিয় দর্শক শ্রোতা। নাটক শেষে জনাব গোলাম সারোয়ার বলেন , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। তার অসংখ্য নাটক কবিতা গানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণকে বিভাজন করে দেখেন নাই,তার চিন্তা চেতনা ছিল অসাম্প্রদায়িক। তিনি আরো বলেন বেলকুচিতে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে এটা সত্যি অভাবনীয়। মাতৃভূমি কালচারাল একাডেমীর পরিচালক নাজমুল হাসানকে আগামী দিনে জেলা এবং কেন্দ্র পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।