
নওগাঁ মান্দা প্রতিনিধি :
নওগাঁ বাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন “নওগাঁ বিশ্ববিদ্যালয়”। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নওগাঁ বিশ্ববিদ্যালয় ভিজিট করে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাই করে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় প্রতিনিধি দলটির নিকট নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু জোড় সুপারিশ করেন,
সেই সাথে বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় কে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন
নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক নওগাঁ জেলার গর্ব, এই কামনা করছি।