নওগাঁ মান্দা প্রতিনিধি :
নওগাঁ বাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন "নওগাঁ বিশ্ববিদ্যালয়"। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নওগাঁ বিশ্ববিদ্যালয় ভিজিট করে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাই করে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় প্রতিনিধি দলটির নিকট নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু জোড় সুপারিশ করেন,
সেই সাথে বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় কে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন
নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক নওগাঁ জেলার গর্ব, এই কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss