
সিরাজগঞ্জ প্রতিনিধি :
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়, সেই সাথে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়, পরে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা দুদকের সাধারণ সম্পাদক ডা: আহমাদ আলী, দুদকের সহসভাপতি আব্দুর রউফ কোমল, বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।