
(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ মতীন সদস্য , জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সভাপতি মান্দা উপজেলা বিএনপি।
সম্মানীত অতিথি ডা: ইকরামুল বারী টিপু বিএনপির মনোনীত প্রার্থী ৪৯ নওগাঁ ০৪ মান্দা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম চৌধুরী
সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মকলেছুর রহমান মকে সাবেক সভাপতি, সিনিয়র সহ সভাপতি মান্দা থানা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন টুকু, সহ সভাপতি বেলাল হোসেন খান ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক,শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সাংগঠনিক সম্পাদক, মান্দা উপজেলা বিএনপি
সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ধানের শীষের পক্ষে ভোট চান এবং সকলকে এক হয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
তাহলে ধানের শীষ ভোট দিলে আগামীতে মান্দা আবাসিক উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ডঃ ইকরামুল বারী টিপু কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।