
(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি:
নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ এবং ২টি বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে রবিবার (৪ জানুয়ারী) রির্টানিং কর্মকর্তা এসব তথ্য জানান।
বৈধ প্রার্থীরা হলেন:
১. ডা. ইকরামুল বারী টিপু – বিএনপি
২. আব্দুর রাকিব – বাংলাদেশ জামায়াতে ইসলামি
৩. সোহরাব হোসেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ
৪. আলতাফ হোসেন – জাতীয় পার্টি (এরশাদ)
৫.ফজলুর রহমান (সিপিবি)
বাতিল হওয়া প্রার্থীরা:
১. আরফানা বেগম ফন্সি (স্বতন্ত্র):মনোনয়নপত্রে শতকরা ১% ভোটারের স্বাক্ষর না পাওয়ায় বাতিল ঘোষণা করা হয়।
২.আব্দুস সামাদ প্রাং (স্বতন্ত্র):ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।