(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি:
নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ এবং ২টি বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে রবিবার (৪ জানুয়ারী) রির্টানিং কর্মকর্তা এসব তথ্য জানান।
বৈধ প্রার্থীরা হলেন:
১. ডা. ইকরামুল বারী টিপু - বিএনপি
২. আব্দুর রাকিব - বাংলাদেশ জামায়াতে ইসলামি
৩. সোহরাব হোসেন - ইসলামী আন্দোলন বাংলাদেশ
৪. আলতাফ হোসেন - জাতীয় পার্টি (এরশাদ)
৫.ফজলুর রহমান (সিপিবি)
বাতিল হওয়া প্রার্থীরা:
১. আরফানা বেগম ফন্সি (স্বতন্ত্র):মনোনয়নপত্রে শতকরা ১% ভোটারের স্বাক্ষর না পাওয়ায় বাতিল ঘোষণা করা হয়।
২.আব্দুস সামাদ প্রাং (স্বতন্ত্র):ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss