
ডাক্তার খোকন আচার্য্য এর পিতা স্বর্গীয় ডাঃ গোপী মোহন আচার্য্য ও মাতা মহ স্বর্গীয় বাণী রাণী আচার্য্য ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এদের মহা প্রয়াণে আত্মার শান্তি কামনায় এবং গীতা পাঠ এর মধ্য দিয়ে ব্রাহ্মণ সেবা ভোজন শেষ করে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন এর মনিপুর গ্রামের কৃতি সন্তান সাউথ এশিয়ান টাইমস পত্রিকার সম্পাদক দীপক কুমার আচার্য্য ও ডাক্তার খোকন আচার্য্য এর পিতা স্বর্গীয় ডাঃ গোপী মোহন আচার্য্য ও মাতা মহ স্বর্গীয় বাণী রাণী আচার্য্য ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এদের মহা প্রয়াণে আত্মার শান্তি কামনায় এবং গীতা পাঠ এর মধ্য দিয়ে ব্রাহ্মণ সেবা শীত বস্ত্র কমফোটার বিতরণ মধ্যাহ্ন ভোজন শেষ করে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানটি পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় ও এলাকাবাসীর জন্য মধ্যহ ভোজের আয়োজন করেন।ডাক্তার খোকন আচার্য্য হৃদয় বলেন গত ৩/০১/২০২০ ইং তারিখে রোজ শুক্রবার আমার মমতাময়ী মা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন সবার আমার মমতাময়ী মায়ের জন্য আর্শিবাদ করবেন। তিনি আরো বলেন মা বিশ্ব ভবানী ভবতারিণী তুমি ছিলেই বলেই তো আমি এসেছি এই ধরাধামে।
মা তুমি না বলতে তুই কখন আসবি বাবা আমার খোকন এখন তো আর কেউ বলে না, মা নিঃস্বার্থ ভালোবাসার জালে কত না আশীর্বাদ করতে, কারো মুখ থেকে এখন আর এই বাক্য বের হয় না, তুমি কেন একা চলে গেলে জানিনা আর দেখা হবে কিনা ০৩/০১/২০২৬ আজ তোমার ৭তম মৃত্যুবার্ষিকী কি দিয়ে পূজিব তোমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।এতে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের ভুরু প্রধান এটিএন নিউজ এর সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।