
বেরোবি প্রতিনিধি :
বেরোবিতে ম্যুরাল বা স্মৃতিচিহ্ন না থাকা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও সমালোচনা চলছে, যদিও এটি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত; প্রতি বছর রোকেয়া দিবস উপলক্ষে অস্থায়ীভাবে ম্যুরাল তৈরি করে ফুল দেওয়া হয়, তবে স্থায়ী কোনো কাঠামো এখনো তৈরি হয়নি, যদিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর , ( বেরোবি)কর্তৃপক্ষ স্থায়ী স্থাপনের আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার( ৯ ডিসেম্বর ২০২৫) রোকেয়া দিবস উপলক্ষে অস্থায়ীভাবে ম্যুরাল তৈরি করে ফুল দেওয়া হয় এতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
পরিসংখ্যান বিভাগের ১৭ ব্যাচের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেছেন , আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি অথচ বিশ্ববিদ্যালয়ে নেই মহীয়সী নারী রোকেয়ার নামে কোন স্মৃতিচিহ্ন, একাডেমিতে অন্তর্ভুক্ত নেই রোকেয়ার নামে কোন কোর্স, রোকেয়ার নামে নেই কোন হল,বিশ্ববিদ্যালয়ের ভিতরে তেমন কোন চিহ্ন আমরা দেখতে পাইনা এটা সত্যি দুঃখজনক।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫ ব্যাচের এক শিক্ষার্থী বলেছেন, অনুষ্ঠানের শেষে প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই ঘোষণা আসে—শীঘ্রই বেগম রোকেয়ার ম্যুরাল নির্মাণ করা হবে। কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেন, বছরজুড়ে এসব ঘোষণার কোনো বাস্তবায়ন দেখা যায় না। পাঠ্যপুস্তক, ক্যাম্পাস কিংবা স্থায়ী স্থাপনায় কোথাও বেগম রোকেয়ার স্মৃতি বা অবদান তুলে ধরা হয়নি।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে হলের নাম, ম্যুরাল, ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত দাবী জানান।