
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর – রাধিকা সড়কে গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মনহাতা নামক স্থানে রাস্তা পারাপারের সময় ৮০ বছরের এক বৃদ্ধা ট্রাকের পৃষ্ঠে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী রমেজা খাতুন(৮০)। স্থানীয়রা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন, রাস্তা পার হওয়ার সময় ডিসট্রিক্ট ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ঘাতক ট্রাকটি(ঢাকা মেট্রো :ট-১৭-০৭৭১)কে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।
ওসি শাহিনুর ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।