মাহমুদুল হাসান হবির সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আজ ৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সামাজিক সম্প্রীতি সভার আয়োজন করা হয়। এই সমাবেশে হিন্দু ও মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
সভায় সরাইল পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “আমরা বাঙালি, আমাদের একমাত্র লক্ষ্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই।”
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার বলেন, “বিভিন্ন মিথ্যা তথ্য নিয়ে গুজব না ছড়িয়ে আমাদের উচিত একত্রিত হয়ে বাংলাদেশের জন্য কাজ করা।”
সাবেক জামায়াত আমির কুতুব উদ্দিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আমাদের মসজিদ যেমন সুরক্ষিত থাকে, তেমনই আমরা মন্দিরের সুরক্ষার জন্য ৫ই আগস্টের পরে পাহারা দিয়েছি।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাইল উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান হবির বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে বিশৃঙ্খলা বন্ধ করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই এবং যারা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র, নূর আলম, আনোয়ার মাষ্টার, জব্বার, সাখাওয়াত, তারেকসহ আরও অনেকেই।
স্লোগানগুলোতে সম্প্রীতির বার্তা:
সমাবেশের শেষ পর্যায়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একত্রে স্লোগান দেন:
“হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোন দ্বন্দ্ব নাই।”
“আমরা বাংলাদেশ গড়তে চাই।”
উপজেলা প্রশাসনের এই আয়োজন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।