মোঃ অহিদুজ্জামান লস্কর অপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয়ধরকান্দী এক নারীর জান মালের নিরাপত্তা, জায়গা দখলের ঘটনা ঘটেছে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩সেপ্টম্বর)সরাইল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় নারী মো.কুদরত আলীর স্ত্রী মোছা: মাজেদা বেগম।সংবাদ সম্মেলনে মোছা: মাজেদা বেগম অভিযোগ করে বলেন, জুরু মিয়া ও ধন মিয়া’রা মিলে আমাদের জায়গা দখল করে রেখেছে। গ্রামের সালিশে আমরা সকল কাগজপত্র দেখিয়েছি কিন্তু তারা আমাদের জায়গা বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে আমরা সম্পত্তি ফিরে পেতে আদালতে মামলা করেছি।
মোছা: মাজেদা বেগম আরও বলেন,মামলা করার কারণে ক্ষিপ্ত হয়ে জুরু মিয়া আমাদের নামে মিথ্যা মামলা করে আমাদের হয়রানি করে যাচ্ছে। এবং বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
মো. কুদরত আলী সংবাদ সম্মেলনে বলেন, জুরু মিয়া আমার চাচাতো ভাই। এক সময় তার বাড়িঘর কিছুই ছিলো না। আমি ভাই হিসাবে আমার জায়গাতে থাকতে দিয়েছিলাম মানবতা দেখিয়ে।
আজ সেই জুরু মিয়া আমার সরলতার সুযোগ নিয়ে আমার জায়গা দখল করে রেখেছে। জায়গা ফিরে পেতে মামলা করার কারণে জুরু মিয়া আমাকে মারধর করা’সহ আমার নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে একের পর এক। মো. কুদরত আলী আরও বলেন, আমি এখন অসহায় অবস্থায় রয়েছি। আমার না আছে অর্থ না আছে আপন একটা ভাই। এই সুযোগে জুরু মিয়া আমার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।
তবে সংবাদ সম্মেলনে তোলা এসব অভিযোগের বিষয়ে মো.জুরু মিয়া বলেন এসব অভিযোগ সব মিথ্যে। আমরা আছি আমাদের জায়গায় তারা আছে তাদের জায়গায়। আমার সঙ্গে তাদের কোন দাঙ্গা হাঙ্গামার কোন ঘটনা ঘটে নাই।