ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
স্বৈরাচার পতন আন্দোলন সারাদেশের মতন ব্রাক্ষণবাড়িয়াও আন্দোলন। সেই আন্দোলনে কয়েকজন নেতৃত্ব দেয়। যারা ব্রাক্ষণবাড়িয়ায় সমন্বয়কের দায়িত্ব পালন করে তারা হলো শাহিল আহমেদ,আসিফ নজরুল,আতাউল্লাহ,রায়হান,দুর্জয় মাহমুদ,এস এম মুয়িত খান শান্ত,বুশরা,আতিক মুন্সি,ফয়সাল,তানভীর,আল মামুন আরিফ।ব্রাক্ষণবাড়িয়ায় বিশ্বরোডের আন্দোলনে তারাই নেতৃত্ব দিয়েছিল।
গত মাসে তাদের মধ্যে বিবাদ দেখা দেয়।তখন তারা আলাদা দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়।একটি গ্রুপে(১ম গ্রপ) শাহিল,বুশরা,শান্ত,মামুন,আতাউল্লাহ,আতিক মুন্সি,দুর্জয় তারা।অপর গ্রুপে(২য় গ্রপ) আসিফ,তানভীর,ফয়সাল,রায়খান।তাদের মধ্যে ত্রাণের টাকা নিয়ে বিবাদ দেখা দেয়।প্রথম গ্রুপের দাবি যে তারা ২য় গ্রুপের সমন্বয়কদের বলে যে আমদের কেন্দ্র থেকে নিষেধ যেহেতু টাকা তুলা আমরা টাকা তুলব না। কিন্তু ২য় গ্রুপের সমন্বয়করা এই কথা না শুনে তারা টাকা তুলতে থাকে।তারপর ২য় গ্রুপের সমন্বয়করা নাকি সেই টাকা তুলে তাদের নিজস্ব সংগঠনের ব্যানার ব্যাবহার করে।এই নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।তখন ১ম গ্রুপের পক্ষ থেকে শাহিল মামলা করে যে তাদের গ্রুপের সমন্বয়কদের নাকি ২য় গ্রুপের সমন্বয়করা প্রাণনাশের হুমকি দেয়।
এ নিয়ে শাহিল ২৯ আগষ্ট থানায় ৪জনকে আসামী করে মামলা করে।আসামীরা হলো:-আসিফ নজরুল,তানভীর আহম্মেদ, ফয়সাল আহম্মেদ,রায়হান আহম্মেদ।