শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :

কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে দলিত জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে দলিত জনগোষ্ঠীর নিরাপত্তা ও জান মালের সুরক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার (২০আগস্ট ২০২৪) তারিখে সকাল ১১ টায় পৌরশহরের পশুহাট সংলগ্ন পরিত্রাণ অফিসের সভাকক্ষে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এ র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাসের সভাপতিত্বে ও পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সম্রাট হোসেন, মাসফি চৌধূরী, বাংলাদেশ দলিত পরিষদের কেশবপুর উপজেলা কমিটির সহ-সভাপতি নিরাপদ দাস, যুগ্ম সম্পাদক শংকর দাস, গৌরীঘোনা ইউনিয়ন কমিটির সম্পাদক তপন দাস, মঙ্গলকোট ইউনিয়নের সজীব দাস, অনিক দাস, মজিদপুর ইউনিয়নের গোপাল দাস।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: মিরাজ বিশ্বাস, শেখ জাহিদ হাসান, সজল হোসেন, নিশান, আশিক, সাহেদ, নাইম সহ আরো অনেকে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সম্রাট হোসেন বলেন, আপনারা ভয় না পেয়ে সঠিক তথ্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও আমাদের নিকট সরবরাহ করলে ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।

আমরা ক্ষতিগ্রস্ত দলিত পরিবারগুলির নিকট পর্যায়ক্রমে যাবো, তাদের সাথে কথা বলবো এবং আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে থাকবো।এসময় কেশবপুর উপজেলায় বসবাসরত দলিত সম্প্রদায় বিশেষ করে ঋষি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নিকট আহবান জানান দলিত পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দলিত পরিষদের পক্ষ থেকে কেশবপুরের বিভিন্ন ঋষি পল্লীতে হামলা ও ভাংচুরের তথ্য তুলে ধরে বলেন, আমরা নিরাপদে থাকতে চাই, কোন ধরনের সহিংসতা ও সম্পদের ক্ষতি যেন আর না হয় সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ করছি।

বাংলাদেশ দলিত পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দলিত পরিবারের একটি তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102