শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কেশবপুর সাগরদাঁড়ীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯৭ Time View

ইমরান হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৯জুন ২০২৪ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় কবির জন্মভূমি সাগরদাঁড়ীতে মধুসূদনের আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি, মধুগীতি ও মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

মাইকেল মধুসূদন দত্ত কেশবপুরের কপোতাক্ষ নদ পাড়ের সাগরদাঁড়ী গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ন দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মাইকেল গবেষক ও মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজের সভাপতিত্বে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন একাডেমি মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে।

এছাড়া মধুসূদনচর্চা ও গবেষণায় মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প গ্রনে’র জন্য কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাহেল রাজিবকে মধুসূদন একাডেমি পুরস্কার-২০২৩-প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102