
ইমরান হোসেন, কেশবপুর (যশোর), প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মফিজ কে নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কেশবপুর উপজেলা নাগরিক সংবর্ধনা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শহিদুল ইসলাম মিলন সভাপতি জেলা আওয়ামী লীগ, যশোর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক, গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এইচ এমন আমির হোসেন, তপন কুমার ঘোষ (মন্টু), মোঃ রফিকুল ইসলাম পিটু, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কে কেশবপুর মানুষের সামনে সু সংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা আগামী দিনে কাজ করে যাব। সেই সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নিকট কেশবপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে সার্বিক পরিচালনা করার জন্য আহ্বান জানান।