
যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান।
বাজেটে মোট আয় দেখানো হয়েছে এক কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা। ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। উদ্বৃত্ত রয়েছে ৫২ হাজার টাকা। হাসানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনারুল ইসলামের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, কামরুজ্জামান, আশরাফুজ্জামান, কল্লোল কুমার দাস, নুর নবী ছামদানী, আতিয়ার রহমান, সাজেদা খাতুন, জাহানারা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।