
তীব্র গরমে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বিরাজমান তাপপ্রবাহের কারণে আগামী বুধ ও রোববার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে।এর আগে তাপপ্রবাহের কারণে টঙ্গী কলেজ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করেছে।
এদিকে চলমান তাপপ্রবাহের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল-কলেজসমূহ বন্ধ রয়েছে।