ভুট্টা ক্ষেতে নবজাতকের লাশ
মোঃ এম এ খাঁন ইমন, হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের, বড়খাতা ডিগ্রি কলেজের পাশ্বে এবার মিললো এক নবজাতকের লাশ।
কে বা কাহারা সকাল বেলায় একটি ব্যাগে করে একদিনের বাচ্চা ফেলে যায়।
ধারনা করা যাচ্ছে যে, সকালে বা ভোর বেলায় এ ঘটনাটি ঘটে। সকালে সূর্যদয়ের পরে কেউ একজন দেখে দেখার পরে ঘটনাটি ছড়িয়ে পরে এলকায় পরে লোকজন ভির করলে, বিষয়টি প্রকাশ পায়। মরদেহের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।