ভুট্টা ক্ষেতে নবজাতকের লাশ
মোঃ এম এ খাঁন ইমন, হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের, বড়খাতা ডিগ্রি কলেজের পাশ্বে এবার মিললো এক নবজাতকের লাশ।
কে বা কাহারা সকাল বেলায় একটি ব্যাগে করে একদিনের বাচ্চা ফেলে যায়।
ধারনা করা যাচ্ছে যে, সকালে বা ভোর বেলায় এ ঘটনাটি ঘটে। সকালে সূর্যদয়ের পরে কেউ একজন দেখে দেখার পরে ঘটনাটি ছড়িয়ে পরে এলকায় পরে লোকজন ভির করলে, বিষয়টি প্রকাশ পায়। মরদেহের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss