শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

ইয়াবা ব্যবসায়ীর অপকর্ম প্রকাশে দৈনিক প্রথম বার্তা নিউজের রিপোর্টারকে হত্যার হুমকি

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

মাদক ব্যবসার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় প্রথম বার্তা নিউজ এর স্টাফ রিপোর্টার *মোঃ বাবুল হোসেন জাফর*-কে হত্যার হুমকি দিয়েছে একটি চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মামুন ওরফে সুলতান আল মামুন ওরফে পেট্রোল বোমা মামুন চক্র। ঘটনাটি কদমতলী থানাধীন রইস নগর এলাকায়। অদ্য-২৭/০৬/২০২৫ইং তারিখে বিকাল ৪:৫৩ মিনিট ও সন্ধ্যা-৬:৩০মিনিটে দুইটা মোবাইল নাম্বার-সমূহ (০১৭৬১২১১৬৯১/০১৬২৭৪৫১২৯৯) থেকে পেট্রোল বোমা মামুন ফোন দিয়ে বলে ২৮ মে ২০২৫ তারিখে আমার নামে (মামুন) দৈনিক প্রথম বার্তা নিউজ এ প্রকাশিত সংবাদটি মুছে ফেলা না হলে ও প্রতিবাদ বার্তা প্রকাশ না করা হলে তোকে (বাবুল হোসেন জাফর) কে জানে মেরে ফেলার হুমকি- ধামকি দেন এবং আরও বলেন তার পরিবার কে শেষ করে দিবে।

জানা যায়, সাংবাদিক বাবুল হোসেন জাফর সম্প্রতি রইস নগর এলাকার একাধিক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশের পর থেকেই অজ্ঞাত নম্বর ও বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

সাংবাদিক জাফর অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী চক্র ইয়াবা ব্যবসায় জড়িত এবং তারা এই অপরাধে জড়িত থাকার তথ্য প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। এদের মধ্যে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবা মামুন ওরফে পেট্রোল বোমা মামুন যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “আর যদি আমার নাম লেখ, জানে মেরে ফেলবো।”

এই ঘটনায় সাংবাদিক বাবুল হোসেন জাফর কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, “সাংবাদিকরা যদি সত্য তুলে ধরতে না পারে, তবে সমাজে অপরাধ আরও বাড়বে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102