
আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষীপুর)
২৬ জুন (বুধবার) লক্ষ্মীপুরের রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ‘বিশ্রাম ও তথ্য সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে বসার স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি তথ্য সেবা প্রদান করা হয়েছে।
অনেক অভিভাবক ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, “এটি সত্যিই প্রশংসনীয়। গরমের মধ্যে এই ছোট পরিসরে বিশ্রাম নেওয়া ও সেবার সুযোগ আমাদের জন্য স্বস্তিদায়ক।”
এই সময়ে উপস্থিত ছিলেন:
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়
সদস্যসচিব আবদুল্লাহ আল নোমান রিফাত
যুগ্ম আহ্বায়ক মেহেদী আইনান
৪নং সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমুন হাজী
রুস্তম আলী কলেজ ছাত্রদলের সভাপতি শাহ ইসলাম সিহাব
সিনিয়র সহ-সভাপতি শাহাদাত মৃদা
সাধারণ সম্পাদক সায়েম হোসেন
এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, “পরীক্ষার্থীদের জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা আগামীতেও এমন সামাজিক কার্যক্রম চালিয়ে যাবো।